মৃত্যুর পর নিজের মরদেহে 'গার্ড অব অনার' না দিতে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেওয়া আব্দুর রউফ নামের খুলনার দৌলতপুর থানার এক বীর মুক্তিযোদ্ধা। জিপিএফ-সহ সরকারি চাকরি থেকে অবসরের যাবতীয় পাওনা তাকে পরিশোধ না করার অভিযোগে ক্ষোভে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনে পাঠানো মাননীয় প্রধানমন্ত্রী, গণভবন বরাবর আবেদন করা এক পত্রে এমনটাই জানান এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, ''আমি একাত্তরের রনাঙ্গনের বঙ্গবন্ধু সৈনিক পিরোজপুর জেলার সর্বপ্রথম ভারতীয় প্রশিক্ষিত একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার। আমরা জীবন বাজি রেখে তৎকালীন নারিকেলবাড়ীয়া, পিরোজপুর, নাজিরপুর, তুষখালী, মঠবাড়িয়া, রায়েন্দা ও সুন্দরবন অঞ্চলে নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মকর্তা। আমার বর্তমান বয়স ৬৭ বছর। আমি মুক্তিযোদ্ধা হওয়ার কারণে বর্তমান সরকারি আমলাগণ আমার জিপিএফ-সহ অবসরের অর্থ দীর্ঘ ৭ বছরের মধ্যে পরিশোধ করেননি। অবসরের অর্থ পাওয়ার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কমপক্ষে ১০০টি সংযুক্তি আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত সরকারের কোনো দপ্তর থেকে আমাকে অবসরের যাবতীয় পাওনা ও হিসাব নং-খু-২৩১০ জমাকৃত জিপিএফ-এর অর্থ ৬২ লাখ ১৫ হাজার ৯০৭ টাকার মধ্যে একটি টাকাও প্রদান করেনি।''
পাঠানো পত্রে তিনি আরও জানান, ''বর্তমানে আমি মৃত্যুপথযাত্রী। আমি বহু দুরারোগ্য জটিল রোগে ভুগছি। যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। আমার পরিবারও খুব অর্থ কষ্টে ভুগছে। আমার মা-ও মৃত্যুপথযাত্রী। তাই আমার মৃত্যুর পর বর্তমান প্রশাসন বা বর্তমান সরকারের নির্দেশে আমার লাশ সামনে রেখে 'গার্ড অব অনারের' অভিনয় করুক তা আমি চাই না। আমি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হয়েও জীবিত অবস্থায় আমার পাওনা জিপিএফ-সহ অবসরের ৬২ লাখ ১৫ হাজার ৯০৭ টাকা পেলাম না, সে কারণে মৃত্যুর পর আমার লাশকে লোক দেখানো অভিনয় করে গার্ড অব অনার প্রদান করবেন না। এটাই আমার শেষ ইচ্ছা ও সিদ্ধান্ত।''
বিডি-প্রতিদিন/মাহবুব