২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪৬

রোহিঙ্গা বিষয়ে শেখ হাসিনার প্রশংসা করে চিঠি দিলেন জোলি

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা বিষয়ে শেখ হাসিনার প্রশংসা করে চিঠি দিলেন জোলি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের উদারতা ও নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ ফেব্রুয়ারি একটি চিঠি দিয়েছেন ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

চিঠিতে জোলি বলেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে। রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ পরিকল্পনা ( জেআরপি) আরও ভালোভাবে অর্থায়ন পেতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

চিঠিতে তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক কাজ অব্যাহত রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সব ধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে গত বছরের ফেব্রুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর