জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের জন্য আশার বাণী এবং সাহসী দিক নির্দেশনা থাকলেও করোনা যুদ্ধ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়নি বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
আজ বুধবার প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ৭১ এর মতো পরিস্থিতি মোকাবেলার কথা উল্লেখ করলেও ৭১ এর মতো সর্বস্তরের রাজনৈতিক দল, পেশাজীবী, সুশীল সমাজকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো ইঙ্গিত প্রদান করেননি। অথচ জাতীয় ঐক্য গড়ে তোলাই এ মুহুর্তে সবচেয়ে জরুরি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম