বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিক ও করোনা ল্যাব রোগীদের সুবিধার্থে ঈদ উল ফিতরের ছুটির আগের দিন রবিবার ও ঈদের পরের দিন মঙ্গলবার খোলা থাকবে। বন্ধ থাকবে শুধু ঈদের দিন সোমবার।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানান।
বিজ্ঞতিতে বলা হয়, শুধু ঈদের দিন অর্থাৎ আগামী সোমবার (২৫ মে) ঈদ-উল ফিতরের দিন ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা থাকবে আগামী রবিবার (২৪ মে) অর্থাৎ ঈদ-উল ফিতরের আগের দিন। তবে ঈদের দিন (২৫ মে) এবং পরের দিন মঙ্গলবার (২৬ মে) তারিখ বহির্বিভাগ বন্ধ থাকবে।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত