১ জুন, ২০২০ ১৪:০৮

মানুষকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে হবে: ড. হোসেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

মানুষকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে হবে: ড. হোসেন জিল্লুর রহমান

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, কত সংখ্যক মানুষ কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং কে হয়নি সেটা জানা খুব জরুরি। এটা নিয়ে পুরো জাতিই একটা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এটা থেকে জাতিকে মুক্তি দিতে হবে। সবাইকে সাথে নিতে এগিয়ে যেতে হবে। উল্টোপথে হাঁটার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বার বার এটা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তো এখনো ঝুলে ঝুলে বাসে চড়ছে। বাস্তবতার নিরীখে সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করতে হবে।

আজ সোমবার ব্র্যাক আয়োজিত ''কোভিড-১৯ ও জাতীয় বাজেট ২০২০-২১'' শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে ড. হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন।

ড. হোসেন জিল্লুর রহমান আরও বলেন, এবারের বাজেট হতে হবে স্বাস্থ্য বান্ধব বাজেট। দরিদ্র বান্ধব বাজেট হতে হবে। হঠাৎ করেই আকাশ থেকে টাকা আসবে না। সীমিত সম্পদ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। নগর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে। এবারের বাজেট হতে হবে দক্ষতা উন্নয়নের বাজেট।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর