বাংলাদেশ ও জার্মানীর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডে জার্মান বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরণের অপপ্রচার বন্ধে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিসহ ওয়ার্কসপ-সেমিনারের আয়োজন করার সুপারিশ করা হয়।
এছাড়া উজবেকিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোতে ফার্মাসিউটিক্যাল্স সামগ্রী রপ্তানি এবং তুলার পরিবর্তে সুতা আমদানী করার পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করে কমিটি।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, মোঃ আব্দুল মজিদ খান, মোঃ হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আমহেদ এবং নিজাম উদ্দিন জলিল বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জার্মানী ও উজবেকিস্তান এর বাংলাদেশী মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদ্বয়ের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে লেবাননের বৈরুতে সাম্প্রতিক বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশীদের ক্ষয়ক্ষতির বিবরণ ও তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জার্মানী ও উজবেকিস্তানে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদ্বয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল