২৭ সেপ্টেম্বর, ২০২০ ২২:২২

পিএসসির নতুন সদস্য শামীম আহসান

অনলাইন ডেস্ক

পিএসসির নতুন সদস্য শামীম আহসান

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম আহসানকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন বলে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, অন্যসব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এম শামীম আহসানকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এরমধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত ওই পদে বহাল থাকবেন তিনি।

সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। নতুন সদস্য শামীমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৩ জন।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর