২৪ নভেম্বর, ২০২০ ২১:০৮

তরুণদের বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

তরুণদের বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান ডেপুটি স্পিকারের

ফাইল ছবি

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, এই বঙ্গবন্ধু প্যাভিলিয়নে রয়েছে রাজনীতির মহান কবির সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি। এই প্যাভিলিয়ন পরিদর্শন না করলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অনেক কিছুই জানা হতো না। এসময় বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে তরুণদের বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শন এবং সবার প্রতি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়ার আহবান জানান তিনি। 

আজ জাতীয় সংসদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শন শেষে তিনি এ আহবান জানান। 
ডেপুটি স্পিকার আরও বলেন, আমরা ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এর আগেই ৭ মার্চের ভাষণের মাধ্যমেই মূলত স্বাধীনতার ঘোষণা দেন তিনি। আর স্বাধীনতার বীজ রোপণ করা হয় ১৯৪৮ সালে, ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্টের নির্বাচন, ৬ দফা, আগরতলা মামলা ও ৭০ এর নির্বাচনসহ সকল ধাপই স্বাধীনতা সংগ্রামের অংশ। 
এ সময় জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ টেলিভিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর