২৯ নভেম্বর, ২০২০ ২০:৪০

বনভূমি দখলদারদের উচ্ছেদে ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নোটিশ

অনলাইন ডেস্ক

বনভূমি দখলদারদের উচ্ছেদে ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নোটিশ

বনভূমি দখলদারদের উচ্ছেদে ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নোটিশ পাঠাতে বলেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংরক্ষিত বনভূমি দখলদারদের তালিকা প্রস্তুত করে কমিটিতে পাঠাতে বলা হয়েছে।

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পরিবেশনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, অবৈধ দখলদারদের কাছ থেকে বনভূমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকরা চিঠি দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যে এই চিঠি দেওয়া হবে। এই নোটিশের সাত দিনের মধ্যে দখলদার সরে না গেলে উচ্ছেদ করা হবে। কমিটি বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে উচ্ছেদ কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর