ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (বাণিজ্য বিভাগ) মো. জিল্লর রহমান বলেন, মাঝ রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রবিবার রাত সাড়ে ৩টার দিকে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ৩টি ফেরি মাঝ নদীতে পৌঁছানোর পর কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে। ভোট ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে এরুটে চলাচলরত ১৭টি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোমাবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে ফেরিঘাটের উভয়পাশে শত শত যানবাহন পারপারের অপেক্ষায় থাকে। দীর্ঘ সময় তাদের ফেরির জন্য অপেক্ষা করতে হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রণি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি রো-রো ফেরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এরুটে ১৭টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকলেও বর্তমানে ভোগান্তি কমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল