৮ মার্চ, ২০২১ ১১:০৭

নিরাপত্তা বঞ্চিত হলেও অস্তিত্বের সংগ্রামে এখনো সংগ্রামী নারী

অনলাইন ডেস্ক

নিরাপত্তা বঞ্চিত হলেও অস্তিত্বের সংগ্রামে এখনো সংগ্রামী নারী

১৮৫৭ সালে নিউইয়র্কের নারী শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের পর ১৯১১ সাল থেকে প্রতিবছর ৮ মার্চ পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে এখনো প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। পুলিশের তথ্যমতে, দেশে প্রতি পাঁচ বছরে সারাদেশের থানাগুলিতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণের মামলা হয়েছে।

উত্তরাঞ্চলের দারিদ্রপীড়িত রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় এখনো পুরুষের পাশাপাশি সমানতালে কায়িক শ্রম দিয়ে যাচ্ছেন নারীরা। তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিয়ে অসন্তোষ। পোশাক শিল্প থেকে সকল শিল্প ক্ষেত্রে নারীর শ্রম আছে। সেই সাথে আছে শোষণও। কিন্তু নারীদের মর্যাদাহীন ও অমানবিকতায় পিছিয়ে যাবে পরিবার, সমাজ ও রাষ্ট্র।

পুরুষের সঙ্গে সমান তাল মিলিয়ে নারী এ বিশ্বকে উন্নত করলেও আজো নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিপীড়িত হচ্ছে। এখনো ঘর গৃহস্থালী কিংবা মাঠ ঘাট থেকে বাহিরে আসতে পারেনি এদেশের বেশিরভাগ নারী।

নতুন সমতার বিশ্ব গড়তে পরিবার, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের সমঅধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সহানুভূতিশীল মনোভাব নিশ্চিত করলেই মিলবে নারীর প্রাপ্য সম্মান। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর