জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবার ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
এক শোক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, ফকির আলমগীর তার উজ্জীবনী সংগীত দিয়ে নানাভাবে অবদান রেখে গেছেন। কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ এবং সে সাথে গ্রামের সরল সহজ নারী-পুরুষের সুখ-দুঃখের কথা অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠে এসেছে তার গানে। তার মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
বিডি প্রতিদিন / অন্তরা কবির