অনিবন্ধিত ক্ষুদ্রঋণদানকারি প্রতিষ্ঠান ও সমবায় সমিতিগুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক ও ফিন্যান্স মন্ত্রনালয়কে আদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে এ ধরনের প্রতিষ্ঠান চিহ্নিত করতে কমিটি গঠন করতে আদেশ দিয়েছে হাইকোর্ট।
তালিকা করার সাথে সাথে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একইসাথে প্রতিবেদন পাঠাতে হবে হাইকোর্টে। ৪৫ দিনের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে ব্যক্তিগত পর্যায়ে কারা এ ধরনের ঋণ বিতরণ করে তাদের চিহ্নিত করতে হবে।
একইসাথে এ ধরনের দাদন ব্যবসা ও চড়া সুদের প্রতিষ্ঠানগুলো বন্ধে ফিন্যান্স মিনিস্ট্রি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।