২৮ সেপ্টেম্বর, ২০২১ ২২:১৫

অবস্থা এতো খারাপ যে, মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

অবস্থা এতো খারাপ যে, মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

সরকারের অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের হতাশা ‘চরম পর্যায়ে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বাড্ডায় রাইড শেয়ার চালকের বাইক পুড়িয়ে ফেলার ঘটনার প্রসঙ্গ টেনে মঙ্গলবার বিকালে এক দলীয় সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, তারা (সরকার) অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা আজ পুরোপুরিভাবে একটা লুটেরা অর্থনীতি তৈরি করেছে, একটা লুটেরা সমাজ তৈরি করছে। করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়েছে যে, গতকাল (সোমবার) এক যুবক তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সে (বাইকচালক) বলছে যে, আমি একটা সিরামিকসের দোকান করতাম। সেটা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ায় সঞ্চিত অর্থ দিয়ে একটা মোটরসাইকেল কিনে রাইড শেয়ারিং করছি। সেখানে আমাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে, অমুক সার্টিফিকেট লাগবে, তমুক সার্টিফিকেট লাগবে। তার চাইতে পুড়িয়ে ফেলি। এটা কখন হয়? যখন হতাশার চরম পর্যায় গিয়ে পৌঁছে মানুষ। আজ সেই অবস্থায় গিয়ে আমরা পৌঁছেছি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আামান, গাজী মাজহারুল আনোয়ার, ইসমাইল জবিহউল্লাহ, ফরহাদ হালিম ডোনার, বিজন কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর