১৭ অক্টোবর, ২০২১ ২১:০৯

শেখ মুজিবুর রহমান রাজনীতির বিশ্বকবি: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমান রাজনীতির বিশ্বকবি: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, একজন মহাকবি বিশ্বের কথা বলেছেন, আরেকজন রাজনীতির মহাকবি তিনিও বিশ্বের কথা বলেছেন। দুজনের মাঝে কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি, দুজন ছিলেন দুই প্রজন্মের। কিন্তু তাদের চিন্তাধারা মিলিত হয়েছে এক বিন্দুতে। রবীন্দ্রনাথ যা চিন্তা করেছেন জাতির পিতা তা রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছেন। 

আজ সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে লেখক ড. মো. সুলতান আলী রচিত ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লেখক এ গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল কোথায় সেটাই তিনি প্রকাশ করেছেন। এ জন্যই তিনি বইটির নাম দিয়েছেন ’রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’। অনুষ্ঠানে লেখক ড. মো. সুলতান আলী, প্রকাশকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর