ফেরি স্বল্পতা, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি সার্ভিস বিঘ্নিত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া তেলের মূল্য বৃদ্ধিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার হওয়ায় এই নৌরুটে একযোগে যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উভয় ঘাটে এপ্রোচে ড্রেজিং এর কাজ চলায় এবং পদ্মার তীব্র স্রোতে ফেরি মূল চ্যানেল দিয়ে দৌলতদিয়া যেতে পারছে না। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে স্রোতের বিপরীতে প্রায় দুই কি.মি. উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে হয়। এতে ফেরিগুলোর অনেক বেশি সময় লাগছে। ফলে কমে গেছে ফেরির ট্রিপ সংখা। এতে পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে। পাড়ের অপেক্ষায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। ভোগান্তিতে পড়েছে এ নৌরুটের পরিবহন শ্রমিক ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
বেলা বাড়ার সাথে সাথে পাটুরিয়া ঘাটে ছোটগাড়ি, যাত্রীবাহী কোচসহ যাত্রীদের চাপ বাড়তে থাকে। এই নৌরুটে মাত্র ১৩টি ফেরি চলাচল করছে। ঘাট সংশ্লিষ্টরা জানান, ফেরি স্বল্পতার জন্য এবং ধর্মঘট প্রত্যাহারের পর অতিরিক্ত যানবাহন এই নৌরুটে চলে আসায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে ফেরি কম অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপ ভোগান্তি বাড়িয়েছে এই নৌরুটে।
বিডি প্রতিদিন/হিমেল