দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিক্রমপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের মুন্সীগঞ্জ প্রতিনিধি মাসুদ খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের সাংবাদিক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও বিক্রমপুর প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজ, আজকের পত্রিকার সাংবাদিক রাকিব শেখ, সাংবাদিক এসকে রানা, শুভ দেওয়ান, লিংকন হাওলাদার, মানিক লক্ষণ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত