পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া সেই দর্শক রাসেলের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই সঞ্জীব কুমার সাহা ৫৪ ধারায় রাসেলকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে, মুস্তাফিজের সেই ভক্ত কুমিল্লার ছেলে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছিল পুলিশ।
উল্লেখ্য, শনিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বায়োবাবল ভেঙে মুস্তাফিজুর রহমানের এই ভক্ত মাঠে প্রবেশ করে। অতিরিক্ত সতর্কতা হিসেবে ম্যাচ চলাকালীন মুস্তাফিজকে উঠিয়ে নেওয়া হয়। ঘটনাটি রীতিমতো জন্ম দিয়েছে সমালোচনার।
বিডি-প্রতিদিন/শফিক