২৬ জানুয়ারি, ২০২২ ২১:১৮

ডোপ টেস্টে ধরা পড়ে চাকরি হারালো ৩৭ পুলিশ

অনলাইন ডেস্ক

ডোপ টেস্টে ধরা পড়ে চাকরি হারালো ৩৭ পুলিশ

রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহর চতুর্থ দিনের অধিবেশনে উপস্থিত কর্মকর্তারা

পুলিশকে মাদকমুক্ত করতে বছর খানেক আগে ‘ডোপ টেস্ট’ শুরু হয়। আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ডোপ টেস্টে ৩৭ পুলিশ সদস্যের শরীরে মাদকাসক্তির প্রমাণ মিলেছে। এতে ডোপ টেস্টে ধরা পড়া ওই ৩৭ পুলিশ সদস্য চাকরি হারিয়েছেন।

বুধবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহর চতুর্থ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. হায়দার আলী খান বলেন, ‘ডোপ টেস্টে ধরা পড়লে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডোপ টেস্টে এখন পর্যন্ত ৩৭ জন সদস্য চাকরিচ্যুত হয়েছে।’

তিনি বলেন, বাংলাদেশে পুলিশই প্রথম ‘ডোপ টেস্ট’ চালু করে। সরকারের অন্য কোনো বিভাগ আমাদের মতো সেভাবে ডোপ টেস্ট চালু করতে পারেনি। কোনো মাদকাসক্ত পুলিশে যোগদান করে কিনা, সেটি আমরা প্রথমেই চেক করি। পরবর্তীতে প্রতিনিয়ত এই ডোপ টেস্ট করা হয়ে থাকে। কেউ যদি ডোপ টেস্টে ধরা পড়ে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর