জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন মোস্তফা আল মাহমুদ। আজ বৃহস্পতিবার বিকালে পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারার ১২ এর ৩ উপধারা ও ২০/১(১)ক ধারার ক্ষমতাবলে আপনাকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদোন্নতি প্রদান করে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ পদোন্নতির কারণে আপনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন না।
বিডি প্রতিদিন/আরাফাত