দীর্ঘ দুই বছর পর ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। কাল শুক্রবার এই পর্যটন ভিসা চালু হবে। বৃহস্পতিবার বিকালে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তৌফিক হাসান বলেন, ইতিমধ্যে কলকাতার সল্ট লেকে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে। সেখানে ভারতীয় নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সঙ্গে কোভিড-১৯ বুস্টার ডোজ টিকা নেওয়ার সনদের ফটোকপি দিতে হবে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবেদন নেয়া হবে।
অতীতে বাংলাদেশের ভিসার জন্য কোনও ফি নেওয়া হতো না। তবে এখন প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি গুণতে হবে। নগদ বা অনলাইনে তা দেওয়া যাবে। এ ভিসা নিয়ে সড়ক, বিমান ও ট্রেনে বাংলাদেশে যেতে পারবেন ভারতীয়রা।
উল্লেখ্য, পার্ক সার্কাসের বাংলাদেশ উপহাইকমিশনের দপ্তরে আর ভিসার আবেদনপত্র নেওয়া হবে না।
বিডি প্রতিদিন/আরাফাত