আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, দেশের মানুষের প্রয়োজনই আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন। উন্নয়ন-অর্জন ও গণতন্ত্র-সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবে। কারণ আওয়ামী লীগের শক্তি জনগণ। বিশেষ কোনো জায়গা থেকে বা বিদেশ থেকে কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি, জনগণই বসিয়েছেন।
আজ মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়ন-অর্জনের জন্য দেশের মানুষ আওয়ামী লীগের উপর খুশি। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত, যারা চোখ থাকতে অন্ধ, উন্নয়ন দেখতে পায় না, তারাই হতাশ। জনগণ হতাশ নয়। তারা খুশি। আর সে কারণে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাবসহ অনেকে।
বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতারা অসংলগ্ন আচরণ শুরু করেছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। কারণ তারা জানে, জনগণ ভোটের মাধ্যমে ক্ষমতায় বসাবে না। তাই তারা বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর