সরকার সিদ্ধান্ত দিলেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়া সম্ভব। আদালতে আবেদনের প্রয়োজন নেই। রবিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
অন্যদিকে, আদালতের মাধ্যমেই খালেদা জিয়াকে আবেদন করতে হবে বলে দাবি করেছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল ও পরিবারের পক্ষ থেকে বহুবার খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ পর্যন্ত তার (খালেদা জিয়া) চিকিৎসার জন্য, তাকে যে বিদেশে পাঠানো দরকার সেই বিষয়টাকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে যে ব্যবস্থাটা বলেন, সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। আবার তিনি অসুস্থ হয়ে পড়ায় আরও প্রমাণিত হলো, অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়বে।
বিডি প্রতিদিন/আরাফাত