কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে সংসদ সদস্য এলাকা ত্যাগ না করলে করণীয় কিছু নেই ইসির এমন বক্তব্যে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নির্বাহী কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ইসি যখন একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অসহায়ত্ব প্রকাশ করে এটা মোটেই ভালো লক্ষণ নয়। নির্বাচন কমিশন যদি অসহায়ত্ব প্রকাশ করে আমরা সাধারণ নাগরিকরা যাবো কোথায়? নির্বাচন মানেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আশা করি ইসি সেটি করবে।
তিনি বলেন, আমরা দেখেছি অতীতেও অনেক অযোগ্য প্রার্থীরা কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রার্থিতা পেয়েছে, যাদের সঙ্গে সিটি কর্পোরেশনের ব্যবসায়িক সম্পর্ক আছে। এবারও এটি ঘটেছে। উপনিবেশবাদের রাজা-প্রভু সম্পর্ক থেকে বের হতে হবে আমাদের। আমরা সচেতন হবো, দাবি করবো। একই সঙ্গে আমরা আমাদের করণীয়গুলো করবো।
সম্মেলনে সুজন'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার মূল নিবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে সুজন'র কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেনও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত