৭ আগস্ট, ২০২২ ১৫:৫৮

বিমান সিঙ্গাপুর-কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছে শ্রীলঙ্কায় : রিজভী

অনলাইন ডেস্ক

বিমান সিঙ্গাপুর-কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছে শ্রীলঙ্কায় : রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অর্থমন্ত্রীর বলেছেন, এ বছরে আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকতো, কিন্তু সেটি হয়নি। অল্প কিছু কম হবে, তবে সামনে ৫০ বিলিয়ন ডলার হবে। এ অর্থমন্ত্রী এবং অন্যমন্ত্রীরা বলেছেন, দেশ সিঙ্গাপুরের থেকেও এগিয়ে গেছে। কিন্তু, তারা যে বিমানে উঠেছিল, সেটা সিঙ্গাপুর কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছেন শ্রীলঙ্কায়। আমাদের অর্থনীতি গেছে, টাকা গেছে, বিদ্যুৎ গেছে। সবকিছু নিঃশেষ হয়ে গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

আজ রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী ঝড়-কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। রোদের দুর্বিষহতা থেকে কঠিন হচ্ছে শেখ হাসিনার দুঃশাসন। এ দুঃশাসন মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছে।’

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সঞ্চালনা করছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বিডি প্রতিদিন/০৭ আগস্ট, ২০২২/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর