পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ। এছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর মূল অংশে রেলপথের সংযোগের কাজ সম্পন্ন হবে। এ ছাড়া ঢাকা ও ভাঙার রেলপথের কাজও আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে।
তিনি আরও বলেন, সেতুর রেলপথের কাজ আমরা তিনভাবে নির্ধারণ করেছি। প্রথমে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত, পরে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।
রেলমন্ত্রী জানান, গত ২৫ জুলাই প্রধানমন্ত্রী পদ্মা সেতুর সাথে রেল প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে পদ্মা সেতুর নিচের অংশের রেলপথের কাজ উদ্বোধন করা হলো।
গত ১৭ জুলাই সেতু কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষকে সেতুতে রেললাইন স্থাপনের অনুমতি দেয়। এরপর বিশেষজ্ঞরা নানা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় রেললাইন বসানোর। ট্র্যাকটি স্থাপন হচ্ছে পাথরবিহীন। উচ্চ তাপমাত্রার কনক্রিট এম সিক্সটি ব্যবহার করা হবে এ কাজে।
রেলমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে।