আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলতে চান। তাদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।
এর আগে গত শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়। নতুন দৈনিক মজুরি অনুযায়ী চা শ্রমিকদের অন্যান্য সুবিধা আনুপাতিক হারে বাড়বে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন