৪ অক্টোবর, ২০২২ ২২:২০

'জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে'

অনলাইন ডেস্ক

'জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে'

সংগৃহীত ছবি

যে জাতীয় ঐক্য অতীতে হয়নি সেটাও শেখ হাসিনা করেছেন জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, ১৫ দল, ১৪ দল, ৯ দলের নামে তিনি (শেখ হাসিনা) প্রগতিশীল দলগুলোকে একত্রিত করেছেন। এককভাবে একটি আসন পাবার মতো অবস্থায় ছিল না যেসব দল তাদেরও একাধিক সংসদ সদস্য বানিয়েছেন জোটভুক্ত করে। এমনকি সর্বোচ্চ স্বাদ মন্ত্রিত্বও দিয়েছেন তাদের। এর ফলে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। দেশপ্রেম শেখ হাসিনার চেয়ে কারও বেশি নেই।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র ‘মাসিক উত্তরণ’ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে এসব কথা বলেন মশিউর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। শেখ হাসিনা জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসূচি নিয়েছেন। শুধু বর্তমান না, ভবিষ্যতকেও দেখতে পান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া ভরসা করার মতো দল নেই, তেমনি শেখ হাসিনা ছাড়া ভরসা করার মতো নেত্রী নেই।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর