২৯ নভেম্বর, ২০২২ ১২:২৮

কমবে রাত ও দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক

কমবে রাত ও দিনের তাপমাত্রা

আগামী দুই দিনের মধ্যে দেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমে যেতে পারে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।  

তিনি বলেন, আপাতত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির এই হার আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকলেও দুই দিন পর থেকে আবহাওয়ার অবস্থায় কিছুটা পরিবর্তন হবে। যার প্রভাবে পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর