ঢাকা ওয়াসার মহাব্যবস্থাপক (এমডি) হিসেবে তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি গ্রহণ করা হয়েছে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়।
এর আগে গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ওইদিন সুমন বলেছিলেন, এই পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। কিন্তু তাকসিম এ খানের কোনো অভিজ্ঞতা ছিল না। এছাড়াও নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাঝা করা হয়েছে। এ ধরনের দায়িত্বে নিয়োগ পেতে পয়ঃনিষ্কাশন বিষয়ে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। তার কোনো অভিজ্ঞতা ছিল না।
রিটকারী এ আইনজীবী বলেন, ওয়াসার এমডি গত ১৩ বছর ধরে পদে আছেন। অথচ একটি পদে স্বাভাবিকভাবে ৫ বছর, তার বেশি আমাদের ইতিহাসে নাই। ২০০৯ সাল থেকে তিনি একই পদে আছেন। জনস্বার্থে এই ধরনের নিয়োগ বাতিল করতে হবে। আমরা তার নিয়োগপত্র চ্যালেঞ্জ করেছি।
বিডি প্রতিদিন/এএ