১০ ডিসেম্বরেই গণসমাবেশ করবে বিএনপি। এ জন্য নয়াপল্টনের বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছে দলটি।
কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে সমাবেশের অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তবে নয়াপল্টনের বিকল্প এই দুই মাঠ পরিদর্শনের পর সমাবেশের স্থানের সিদ্ধান্ত জানাবে বিএনপি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লা বুলু।
তিনি বলেন, আজ রাতেই বিএনপি প্রতিনিধি দল বাঙলা কলেজ মাঠ ও কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করবে। রাতেই জানা যাবে কোথায় হবে বিএনপির বিভাগীয় সমাবেশ।
অপরদিকে ডিএমপির পক্ষ থেকেও এই দুই মাঠ পরিদর্শন শেষে কোনটিতে অনুমতি দেওয়া যায় তা জানানো হবে।
এ কথা জানিয়ে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, বিএনপির প্রতিনিধির সঙ্গে ডিএমপি কমিশনারের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকেও দুই মাঠ পরিদর্শন করা হবে। আজ রাতেই সমাবেশের মাঠের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ