ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ উদ্বোধনী মঞ্চ ভেঙে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সমবেদনা জানানো হয়।
এছাড়াও শোভাযাত্রাটিকে ‘সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি’ হিসেবে সমাপ্ত করায় ছাত্রসমাজ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের অভূতপূর্ব প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি ও সন্ত্রাসী-খুনী-জঙ্গীবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগকে মুগ্ধ করেছে, অনুপ্রেরণা দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উক্ত ঘটনায় আহত জাতীয় নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতা-কর্মী, গণমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।
এ সব বিষয়ে ভবিষ্যতে আরও যত্নশীল থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতবস্থাতেও বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করেছে, সেই শক্তিই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে পথচলার প্রেরণা, বিজয় কেতনের পূর্বাভাস। সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকল্পে, বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরো যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।
এর আগে শুক্রবার বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আরম্ভ হয়।
বিডি-প্রতিদিন/বাজিত