কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, সুফিবাদী জনতার অধিকার আদায় ও জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদসহ পাঁচ দফা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
আজ রাজধানীর গুলিস্তান চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন।
মহাসমাবেশের ঘোষণাপত্র ১০ দফা প্রস্তাবনা পেশ করেন মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। এম এ মতিন বলেন, দেশে নির্বাচন ঘনিয়ে আসলেই এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। ক্ষমতায় থাকার জন্য ও ক্ষমতায় যাওয়ার জন্য এ প্রতিযোগিতার বলি হয় সাধারণ জনগণ। এভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ভুলণ্ঠিত হচ্ছে বার বার। এ অবস্থা আর চলতে পারে না। আমরা চাই দেশে সুস্থধারার রাজনীতির বিকাশ হোক, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হোক। এজন্য চাই স্বচ্ছ ব্যালটবাক্সে ব্যালট পেপারে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নতুন আইন পাশ করে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর স্বাধীন করতে হবে। অনির্বাচিত তত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং নিরপেক্ষ, অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্পাদনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে স্থায়ী সমাধান নয় তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে।
আরও বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, শায়খুল হাদিস সোলাইমান আনসারী, সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ ড. ইছমাঈল নোমানী, সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, শাহাব উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ ড. শেখ আফজল হোসেন, এম সোলায়মান ফরিদ, ছাদেকুর রহমান হাশেমী, জাহাঙ্গীর আলম চৌধুরী, গাজী এম এ ওয়াহিদ সাবুরী প্রমুখ।
১০ দফা প্রস্তাবনায় অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সংবিধান সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সুন্নীজনতার অধিকার নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রীয় পাচারকৃত অর্থ অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাথে মাদরাসা পর্যায়ের ইবতেদায়ী ও দাখিল পর্যায়ে বিদ্যমান বৈষম্য দূর করে করতে হবে। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠিকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করতে জাতিসংঘ, ওএসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে। অবিলম্বে তিস্তা চুক্তি সম্পাদনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত