সংসদে প্রদত্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় এমপিরা সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে বিএনপির সমালোচনা করে বলেছেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লন্ডনে বসে একই আসনে একাধিক প্রার্থী দিয়ে মনোনয়ন বাণিজ্য করতে পদত্যাগ করে সরকারের বিরুদ্ধে এখন নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেনেড হামলা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এখনো মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদের ২১তম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। চলতি অধিবেশনের প্রথম দিন গত ৫ জানুয়ারি সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রবিবার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এ বছরের ৫ জানুয়ারি সংসদে দেওয়া ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।’
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন ও আনোয়ারুল আবেদীন খান প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে জীবন ও জীবিকার বড় ধরনের পরিবর্তন এসেছে।
নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। তাই উন্নয়নমূলক কাজের প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকতে হবে। এমপির কোটার ২০ কোটি টাকার কাজেও অর্থ সংকটের কথা বলা হচ্ছে। সংসদ নির্বাচনের আগে এক বছর সময় আছে। এই সময়ের মধ্যে গৃহীত প্রকল্পগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই