বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাইকোর্টের জামিন আদেশের কপি হাতে পেয়েছেন আইনজীবী। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় কারাবন্দি হন মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস। পরে গত ৩ জানুয়ারি তাদের ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এদিন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিন মঞ্জুর করেন।
পরে সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর ফখরুল-আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের জামিন বহাল রাখেন। ফলে বিএনপির এই দুই নেতার মুক্তিতে আর বাধা নেই বলে জানান আইনজীবী।
বিডি প্রতিদিন/ফারজানা