১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:২২

বাংলা সাহিত্যের সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন প্রতিবেদক

বাংলা সাহিত্যের সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে : প্রধানমন্ত্রী

বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে পরিচিত করাতে সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, যুগের তাগিদে বইয়ের ডিজিটাল ভার্সনও জরুরি। অন্যদিকে, তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে হবে। যেন তারা মাদকে না জড়ায়। 

আজ বুধবার বিকালে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টার দিকে তিনি বাংলা একাডেমিতে উপস্থিত হন তিনি।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পুরস্কার পেয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর