ঢাকার গুলশান-২ নম্বরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এই ঘটনাই এরইমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় থাকা চার জনের মধ্যে মধ্যে তিনজনই দগ্ধ হয়েছেন।
রবিবার রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে বিভিন্ন কক্ষে আটকে থাকা আরও কয়েকজনকে উদ্ধার করেন। জানা গেছে, ১১ তলা থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা। এর মধ্যে নারী ৮ জন, পুরুষ ৪ জন ও ১টি শিশু।রবিবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভবনে আটকা পড়া বাসিন্দাদের নামিয়ে আনতে থাকেন তারা।
আগুন ১২ তলায় ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের আরও ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি প্রতিদিন/নাজমুল