জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, ‘এই সরকারের আমলে রমজানে বিদ্যুৎসহ সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং রমজানে সাধারণ মানুষের কথা ভেবে সব পণ্যের দাম কমানো হয়েছিল।’
আজ বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে তিন দিনের সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব বলেন তিনি। এ সময় জিএম কাদেরের সঙ্গে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জিএম কাদের বলেন, ‘সব স্থানেই নানা অসংগতি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক অনিয়ম-দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে কথা উঠেছে। এভাবে দেশ চলতে পারে না। তাহলে দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাবে।’তিনি বলেন, ‘বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব ঠিকভাবে দেখভাল হচ্ছে না। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত।’
‘আওয়ামী লীগ সরকারের আমলে সব মন্ত্রণালয়ের হযবরল অবস্থা হয়ে পড়েছে। অব্যবস্থাপনার কারণে মন্ত্রণালয়গুলো অস্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। সরকারের উচিত এসব কঠোর নজরদারি করে নিয়ন্ত্রণে আনা,’-বলেন তিনি।
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে জিএম কাদের বলেন, ‘প্রতিনিয়তই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। যার ফলে বিভিন্ন ইন্ডাস্ট্রি ও ব্যবসা-বাণিজ্য লোকসানের দিকে। অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। বরাবরই সরকারকে এ বিষয়ে খেয়াল করার জন্য আমরা বলেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎতের দাম বৃদ্ধি করা সরকারের জন্য চরম ব্যর্থতা।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ