শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদকে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। চিকিৎসা সেবায় অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ পদক দেওয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা ও সংগীতসহ বিভিন্ন বিভাগে আরও ৮ জন বিশিষ্টজনকে এ সম্মাননা দেয় ব্রাহ্মণবাড়িয়া গুণীজন সংবর্ধনা পরিষদ।
তারা হলেন—শিক্ষায় নর্থ সাউথ ইউনির্ভাটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সাহিত্যে কথা সাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইন শৃঙ্খলায় পুলিশের এন্টি টেরিজম ইউনিটের ডিআইজি (অপারেশন্স) মো. মনিরুজ্জামান, সাংবাদিকতায় এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, সঙ্গীতে কণ্ঠশিল্পী শুভ্র দেব, সংস্কৃতিতে (পুরুষ) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও সংস্কৃতিতে (নারী) অভিনেত্রী তারিন জাহান।
এ পর্যন্ত দেশি-বিদেশি ১৩টি পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন