কলকাতার রোটারি সদনে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল ও এশিয়া বিজনেস পার্টনারশিপ সামিটের যৌথ আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে এই উৎসব অনুষ্ঠিত হয়।
দীপশিখা স্কুল অফ মিউজিকের পরিচালক দীপা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল মাইনোটরি কমিশনের চেয়ারর্পাসন সাবেক মন্ত্রী এবং এমপি মমতাজ সংঘমিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান, কলকাতা প্রেসক্লাবের সভাপতি শ্রী স্নেহাশীষ সুর, নীলিমা ব্যানার্জী, পার্থ সারথী রায়, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মন্জুর হোসেন ঈসা, গোলাম ফারুক মজনু, এম এইচ আরমান চৌধুরী, মাইনুদ্দিন আহমেদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নাঙ্গলকোট পৌরসভার মেয়রসহ আরও ২০ জনকে মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়। অনুষ্ঠানে দুই বাংলার গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটিকাসহ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।