প্রথমবারের মতো বোমা বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আইএবিটিআই’ (IABTI- International Association of Bomb Technicians & Investigators) - এর স্বীকৃতি পেলেন ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের তিনজন বোম টেকনিশিয়ান।
এরা হলেন অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ চৌধুরী, পরিদর্শক এসএম রইসুল ইসলাম এবং উপপরিদর্শক রফিক উদ্দিন।
জানা গেছে, এখন থেকে তারা দেশসহ আন্তর্জাতিক পরিমন্ডলের বিভিন্ন বিস্ফোরণ তদন্তে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ইতোমধ্যেই এই তিনজনসহ তাদের টিম হলি আর্টিজান, অপারেশন হিট ব্যাক, অপারেশন থান্ডার বোল্ট, অপারেশন ম্যাক্সিমাস, অপারেশন স্ট্রম ২৬সহ দেশের বিভিন্ন বিস্ফোরণের ঘটনার তদন্তে সফলতার স্বাক্ষর রেখেছেন।বিডি প্রতিদিন/হিমেল