শিরোনাম
১৪ মার্চ, ২০২৩ ১১:০৪

জাপার অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

জাপার অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় বৃহস্পতিবার

জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হবে।  

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মার্চ বিকেল ৩টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠেয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভাকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর