২৭ মার্চ, ২০২৩ ১২:৩৮

সাংবাদিক আমিনুর রহমান সরকার আর নেই

অনলাইন ডেস্ক

সাংবাদিক আমিনুর রহমান সরকার আর নেই

আমিনুর রহমান সরকার

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দিনকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান সরকার আর নেই। সম্প্রতি ব্রেইন স্ট্রোক করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজা শেষে তার মরদেহ গাইবান্ধায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে ভরতখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

১৯৫১ সালের ১১ অক্টোবর গাইবান্ধা জেলার ভরতখালী গ্রামে জন্মগ্রহণ করেন আমিনুর রহমান সরকার।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর