ঈদে বাড়ি ফিরতে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে শত শত মোটরসাইকেল। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন চোখে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশে স্থাপিত আলাদা বুথে সেতু পারের অপেক্ষায় রয়েছে। এসময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ লাইন ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে। টোল দ্রুত আদায়ের জন্য মোটরসাইকেল আরোহীদের টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল