২২ এপ্রিল, ২০২৩ ১৩:৩৬

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।  

শনিবার সকাল ১০টার দিকে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা।

এ সময় বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় দুই বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  
 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর