৫ জুন, ২০২৩ ০১:০২

তাড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

তাড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

কিশোরগঞ্জের তাড়াইলে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হাফেজ নকীব খাঁন (২০) নিহত হয়েছেন। রবিবার বিকালে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাফেজ নকীব খাঁন (২০) উপজেলার জাওয়ার গ্রামের আনোয়ার খাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন তিনি। ঘোষপাড়া মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন নকীব খাঁন। এলাকাবাসী তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ নকীব খাঁন সকালে বাড়ি থেকে বের হয়ে হোসেনপুরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

তাড়াইল থানার উপপরিদর্শক সুলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর