বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের যে যুদ্ধে আমরা নেমেছি, সে যুদ্ধের সময় ও বেশি নেই। চূড়ান্ত সময়ে আমরা আছি। দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ যুদ্ধে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে।
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ১৩ ও ১৬ জুন ঢাকা মহানগরীতে বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে মহানগর দক্ষিণ বিএনপির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকালে ঢাকার নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধার সঞ্চলনায় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মোহন, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, মনির হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এডভোকেট মকবুল হোসেন সরদার, আকবর হোসেন নান্টু ভূঁইয়া, হাজী মো. নাজিম, মকবুল ইসলাম টিপু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন তুহিন, মহিলা দলের শাহিনুর নার্গিস, শ্যামপুর থানা বিএনপির আলহাজ্ব জাকির হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত