রাজশাহী ও সিলেটে হাতপাখা প্রতীকের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সেইসঙ্গে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দলটি।
এ ছাড়া আগামী শুক্রবার সারাদেশে দলটির বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার ভোটগ্রহণ শেষে বরিশাল ও খুলনা সিটি ভোটে অনিয়মের অভিযোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর চাঁদমারি মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ