সম্প্রীতির শহর হিসেবে সিলেটের খ্যাতি রয়েছে দেশ-বিদেশে। রাজনৈতিকি-সামাজিক বিভিন্ন সভা-সমাবেশে এর প্রমাণও মিলেছে বহুবার। বিপরীতমুখী রাজনীতির মধ্যেও এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সেই দৃশ্য আবারও দেখা গেছে।
বুধবার দুুপরে ৫ নম্বর ওয়ার্ডের জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম মাদ্রাসায় ভোট কেন্দ্রের পাশে একই ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী একসঙ্গে বসে চায়ের আড্ডায় মেতে ওঠেন। এই আড্ডার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
৫ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থীরা হলেন কামাল মিয়া (রেডিও প্রতীক), বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ (ঝুড়ি প্রতীক) ও রিমাদ আহমদ রিমাদ (ঠেলাগাড়ি প্রতীকে) নির্বাচনে লড়ছেন। এই ওয়ার্ডে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার পঞ্চমবারের মতো ভোট হচ্ছে সিলেট সিটি করপোরেশনে। ২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নেয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।
এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫টি।
১৯০টি কেন্দ্রে মোট এক হাজার ৭৪৭টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভোট পরিস্থিতি সিসি ক্যামেরায় তদারকি করবে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মোট আটজন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন।
বিডি-প্রতিদিন/শফিক