‘সবকিছুতেই এখন প্রধানমন্ত্রীকে টেনে এনে দায়িত্ব এড়ানো হচ্ছে’, বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
খেলাপি ঋণের বিষয়ে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘চীন ও ভিয়েতনাম, এই দুই দেশ ঋণ খেলাপি ও অর্থ আত্মসাতের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। চীনের ঋণ খেলাপিরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন না। বিমান বা রেলের টিকিটও কিনতে পারেন না। কিন্তু আমাদের দেশে ঋণ খেলাপিদের কমিয়ে আনার জন্য এ ধরনের কোনো পদক্ষেপ দেখি না। উল্টো আমরা দেখি, কোনো ধরনের মনিটরিং নেই।’
তিনি বলেন, ‘এই যে বিদেশে অর্থ পাচার, মুদ্র কেনাবেচার আড়ালেও বিদেশে অর্থ পাচার হয়। সারাদেশে ৭০০ অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে, যারা অর্থ পাচারে জড়িত। এখানে বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান মাত্র ২৩৫টি। এই যে ৭০০ অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ঢাকা শহরে ব্যবসা করে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে, এদেরকে কেউ ধরে না।’
পীর মিসবাহ বলেন, ‘আমাদের এমন একটা অবস্থা হয়েছে এখন অনেক গুরুত্বপূর্ণ লোককে যদি আপনি বলেন যে, আপনি এটা করলেন না কেন? এটা করলে এই কাজটা ভালো হতো। উনি কোনো কিছু না বলেই শুরু করে দেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। সবকিছুতে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে এসে, উনি উনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে যেতে চান।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ